কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরগ্রামে ইলেকট্রিক মিস্ত্রি আসানের বিরুদ্ধে কুড়ুলগাছি হামলাতলা পাড়ায় পল¬ী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঘর ওয়্যারিংয়ের কাজসহ বিদ্যুৎ সংযোগ দেবার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে কুড়ুলগাছি হামলাতলা পাড়ার প্রায় ৩০ঘর লোকজনকে আসান ফুসলিয়ে ঘর ওয়্যারিংয়ের কাজ করে ও বিদ্যুৎ দেবার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেই। তবে দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ফুসে উঠেছে। কবে সংযোগ পাবে তাও জানেনা ভুক্তভোগী পরিবার গুলো। প্রতারক আসানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশি¬ষ্ট কৃতপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।