সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ ও সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রিসো চুয়াডাঙ্গার বাস্তবায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের (চাষাবাদ) আওতায় কৃষি সেবার মানোন্নয়নে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে এই একদিনের ওরিয়েন্টশন সভার করেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন। অনুষ্ঠানে কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাষাবাদ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মশিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রোজক্টের মনিটরিং ডকুমেন্টেশন অফিসার দারুল ইসলাম, প্রোজেক্ট অর্গানাইজার আদিল হোসেন, ফিল্ড অর্গানাইজার আতিয়ার রহমান, জাকির হোসেনসহ ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ সকল সদস্য এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থানরত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। ওরিয়েন্টেশনে প্রকল্পের ধারণা, কৃৃষি সেবার মানোন্নয়নে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও কার্যাবলী, কৃষক সংগঠন, ইউনিয়ন পরিষদ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সুশাসন, জন অংশগ্রহন এবং স্থানীয় শাসন ব্যবস্থায় জনঅংশগ্রহনের গুরুত্ব বিষয়ে ধারণা প্রদান করা হয়। ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ সকল সদস্য এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থানরত বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।