
প্রতিবেদক, হিজলগাড়ী:
বিয়ের চতুর্থ দিন মোটরসাইকেলে স্ত্রী ও শালার বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন শামীম (২২)। পথে হঠাৎ কুকুর চলে আসলে কুকুরকে চাপা দেয় তাদের মোটরসাইকেল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেলে ছিটকে পড়েন তিনজনই। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক শামীমকে মৃত ষোষণা করেন।
আহত হন শামীমের স্ত্রী সোনিয়া খাতুন (১৮) এবং শালার বউ শেফালী খাতুন (১৮)। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার হিজলগাড়ী ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার খোরশেদপুর নওদাগাপাড়ার শফিউদ্দিনের ছেলে। আহতরা হলেন- শামীমের স্ত্রী সোনিয়া খাতুন ও তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার সজিবের স্ত্রী শেফালী।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘নতুন বিয়ের পর শামীম শ্বশুড়বাড়ি বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ায় বেড়াতে এসেছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্বশুড়বাড়ি থেকে স্ত্রী ও শেফালীকে নিয়ে হিজলগাড়ী এলাকায় মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা হিজলগাড়ী বাজার থেকে ফার্মের দিকে যাচ্ছিল। পথে একটি কুকুরের সাথে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী গাছের সাথে আঘাত লেগে তিনজন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।