নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাহারের পর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তাঁর নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর সমর্থকরা পোস্ট দিচ্ছেন। পাশে থাকার বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়াসহ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার আহ্বানও জানিয়েছেন অনেকে। এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে বসে আলোচনার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সে সিদ্ধান্ত নিতে পারেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। একই বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার ইচ্ছাও আছে।
