কী বুঝিলিরে গেন্দা?

– এম এ মামুন
মা-বাবার ভাত দেয় না যারা
বাইরে দেখায় ফুটানি,
এরাই হলো বউ ভাড়ুয়া
ফসকা গেরোই আঁটুনি।

দানের ছাতি বাইরে ধরে
ঘরে কৃপণ সর্বক্ষণ,
মা-বাবাকে জায়গা দেয় না
কুমন্ত্রে কাটে জীবন।

আজকে না হয় আছে তাগদ
কালকে হবি বৃদ্ধা,
তোর ছেলেরাও তাড়িয়ে দেবে
কী বুঝিলিরে গেন্দা?

খবর: (বৃদ্ধ মাকে বাড়ি পৌঁছে দিলেন ওসি আবু জিহাদ)