কি জানি কি হয় ।
—এম এ মামুন
গা ছম ছম করে সদায়
কি জানি কি হয়,
ঘরের বাইরে আসলে ভাবি
সড়ক নিরাপদ নয়।
শতেক রকম যানবাহণের
ড্রাইভার বেশ পাক্কা,
শিক্ষাদিক্ষার নেইকো বালাই
চালায় চার চাক্কা।
বোঝেনাকো ডান-বাম সে
গর্ব করে বলে,
বহু মানুষ মারা গেছে
তার গাড়ির তলে।
আইনে তার হয়নি সাজা
মরলে দশ কুড়ি,
এমন হিসাব বাংলাদেশে
আছে ভুরি ভুরি।
খবরঃ (সড়ক দূর্ঘটনা )
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।