নিজস্ব প্রতিবেদক:
‘শরীর ও মন সুস্থ্য রাখতে এবং মানবিক হতে সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা করি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাফরপুর কিশোর ক্লাবের মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এ প্রতিযোগিতার আয়োজন করে কিশোর-কিশোরী ক্লাব ও ওয়েভ ফাউন্ডেশন।
এসময় কিশোর-কিশোরীদের খেলানো হয় চামচ দৌঁড়, বাস্কেট বল, যেমন খুশি তেমন সাঝ, বস্তা দৌঁড়, নাচ, বালিশ খেলা প্রভৃতি। খেলার শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর। এসময় উপস্থিতি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কানিজ সুলতানা, লোকমোর্চার সদস্য ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সেখ লিটন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।