কিয়েভের কাছে রুশ ড্রোন হামলা, নিহত ৪

বিশ্ব প্রতিবেদন:

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। টেলিগ্রামে রাষ্ট্রীয় জরুরি সংস্থা জানিয়েছে, রাজধানী থেকে ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণে রুশ হামলার ঘটনাটি ঘটে। এতে দুটি ছাত্রাবাস ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ধ্বংস হয়ে গেছে। আঞ্চলিক পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, মধ্যরাতে দফায় দফায় হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। শত্রুপক্ষ আবারও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে। সাধারণ মানুষ এতে নিহত হচ্ছেন। নিহতদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সচালক রয়েছেন, যিনি আহতদের সহায়তার জন্য এসেছিলেন। এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট বার্তায় বলেন, ‘আবাসিক এলাকায় যেখানে সাধারণ মানুষ ও শিশুদের বাস, সেখানে হামলা চালাচ্ছে রাশিয়া। বিশ্বের অন্য কোথাও এক দিনের জন্যও এমনটি হওয়া উচিত নয়। রুশ বাহিনীকে রুখতে জীবন বাঁচাতে বিশ্ববাসীর উচিত বৃহত্তর ঐক্য গঠন করা।’