কিণ্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলার নতুন কমিটির অভিষেক

02মেহেরপুর অফিস: সিরাজুল ইসলামকে সভাপতি ও আফতাব আলী খানকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন মেহেরপুর জেলার কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের কুটুম বাড়ি রেস্তোরা ও কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি ফজলুল হক সেন্টু, জানে আলম, শামীম আরা হীরা, উপদেষ্টা শাসুজ্জামান শামীম ও আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারন সম্পাদক রাফিজা জামান, শাফিউর রহমান সুরুজ, সাংগঠনিক সম্পাদক এস.এম. সিরাজুল ইসলাম,  কোষাধ্যক্ষ শামসুল কামাল, ক্রীড়া সম্পাদক ফজলুল হক মন্টু, নির্বাহী সদস্য ফায়েল উদ্দিন আহম্মেদ, আব্দুল গনি, শাহনাজ পারভীন সীমা, সেলিনা পারভীন সুমি, আব্দুস সালাম মনোনীত হয়েছেন। মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।