
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের মৃত বুদো জোয়ার্দ্দারের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। নিহত সিরাজুল ইসলাম তিতুদহ ইউপির ৬ নম্বর ওয়ার্ড (বর্তমান গড়াইটুপি ইউপির ১ নম্বর ওয়ার্ড)-এর দুই বারের মেম্বার ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে গতকাল দুপুরে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। গতকাল বাদ আসর জানাযা শেষে কালুপোল গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।