প্রতিবেদক, কালীগঞ্জ:
‘সরকারের উন্নয়নমূলক ভালো-মন্দ সকল খবরই আপনাদের পত্রিকার পাতায় তুলে ধরবেন। আপনাদের লেখনিতে সমাজের অনিয়মগুলি উঠে এলে আমি তার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারব। সাংবাদিকেরা এ সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’ গত শুক্রবার রাতে কালীগঞ্জ প্রেসক্লাবে মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। কালীগঞ্জ প্রেসকøাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। অতিথিবৃন্দরা কালীগঞ্জের সাংবাদিকদের পেশার মান উন্নয়নে পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি টিপু সুলতান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, উপদেষ্টা সদস্য বিশ্বাস আব্দুর রাজ্জাক, আবু সামা, আনোয়ারুল ইসলাম রবি, সদস্য ও মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, ইত্তেফাক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম মণ্টু, গাজী টিভির ওলিয়ার রহমান, জয়যাত্রা টেলিভিশনের হাবিব ওসমান, ক্রাইম ওয়াল্ডের এডিটর এম এ রউফ, আমাদের সময়ের মানিক ঘোষ, ভোরের পাতার সাইদুর রহমান, যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ, ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, কল্যাণের আরিফ মোল্ল্যা, ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ, এস টিভির নজরুল ইসলাম, ৭১ টিভির মিশন আলী, বিজয় টিভির কবির হোসেন, আমাদের নতুন সময়ের ফিরোজ আহম্মেদ, অন্যদৃষ্টির হাসানুর রহমান হাসু, দৈনিক সময়ের সমীকরণ-এর রিয়াজ মোল্যা, তৃতীয় মাত্রার নাজমুল হাসান নাজিম, সকালের সময়ের ফরহাদ হোসেন, আলোকিত বাংলাদেশের মতিউর রহমান ও খবর কালীগঞ্জের সাব এডিটর জুয়েল রানা প্রমুখ।