স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সবুজ উপজেলার বড়-ঘি ঘাটি একই গ্রামের মাহাতাব আলীর ছেলে। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার বড়-ঘি ঘাটি গ্রামের মাহাতাব আলীর ছেলে আব্দুল্লাহ আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে হেটে খেলাছিল। খেলার এক পর্যায়ে দুপুর ১২ টার দিকে সে পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে মারা যায়।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।