প্রতিবেদক, কালীগঞ্জ:
মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া গ্রামে বসবাস করতেন। গতকাল বুধবার সকালে তিনি দিনমজুর নিয়ে নিজের খেতে কাজ করতে যান। দিনমজুরদের কাজে লাগিয়ে দিয়ে পাশের কলাই খেত দেখতে গেলে সেখানে থাকা ছাগল ও গরু মারামারি করার সময় মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছি তেড়ে এসে তাঁকে কামড়াতে থাকে। তিনি চিৎকার করে দৌঁড়াতে থাকলে লোকজন তাঁকে উদ্ধার করে। সেখানে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।