কালীগঞ্জে মোচিক শ্রমিক-কর্মচারীদের ফটক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, কালীগঞ্জ:
দেশের দক্ষিণাঞ্চালের একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ফটকে মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা, অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদান, আখচাষিদের পাওনা পরিশোধসহ চিনিকলটির সার্বিক উন্নয়নে করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। আরও বক্তব্য দেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবির, মহাব্যবস্থাপক সুমন কুমার সাহা, আনোয়ার হোসেন, কারখানা বিভাগের ডিসি এমই বিধান কুমার বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, মিলের সিডিএ সাজেদুল হক লিটন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, মিথুন পারভেজ, সাইদুর রহমান পিকুল, নজরুল ইসলাম, বাবুল হোসেন, সদর আলী, আবু তাহের প্রমুখ।