চুয়াডাঙ্গা রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২০ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, কালীগঞ্জ:
মাদক সেবনের অপরাধে কালীগঞ্জে দুই মাদকসেবীর জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত আটটার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের পিছনের গোরস্থান থেকে তাঁদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। আটককৃতরা হলেন- যশোর কোতোয়ালি ঘোপপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মামুন (২২) ও মহেশপুর থানার রামচন্দ্রপুর গ্রামের বাবলুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই সৈয়দ আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে দুজন মাদকসেবীর জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।