প্রতিবেদক, কালীগঞ্জ:
মাদক সেবনের অপরাধে কালীগঞ্জে দুই মাদকসেবীর জেল ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত আটটার দিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের পিছনের গোরস্থান থেকে তাঁদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। আটককৃতরা হলেন- যশোর কোতোয়ালি ঘোপপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মামুন (২২) ও মহেশপুর থানার রামচন্দ্রপুর গ্রামের বাবলুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই সৈয়দ আলী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে দুজন মাদকসেবীর জেল ও জরিমানা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।