কালীগঞ্জে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাক্সিনেশন কার্যক্রম

ঝিনাইদহ অফিস:

‘প্রাণির পাশে প্রাণিসম্পদ অফিস’ স্লোগানে নিরাপদ প্রানিজ আমিষ নিশ্চিতকরণ, ডিম, দুধ, মাংশ উৎপাদন বৃদ্ধির লক্ষে খামারীদের দোরগারায় চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাক্সিনেশন কার্যক্রম করেছে কালীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর। গতকাল মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের পাইকপাড়া আনন্দবাগ গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন উপসহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারন) এ.বি.এম হেলাল উদ্দিন, লাইভস্টক ফিল্ড এসিসস্টেন্ট রেজোয়ান কবীর, মনিরুল ইসলাম, এলএসপি টগর প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে খামারিদের মাঝে কৃমিনাশক, ভিটামিন ও অন্যান্য ওষুধ বিতরণ করা হয় এবং বিভিন্ন রোগের টিকা প্রদান করা হয়। সপ্তাহব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রাণি সম্পদ অফিসার জানান।