প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বারোবাজার বাদুরগাছা গ্রামের মৃত ভদ্র বিশ্বাসের ছেলে বিজয় কুমার বিশ্বাস (৫১) পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘ দুই বছর ধরে ক্যানসারসহ নানা জটিল রোগে শয্যাশায়ী ছিলেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে তিনি শহরের নিশ্চিন্তপুরের বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, জামাল ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মণ্ডল, কোলা ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন মোল্ল্যা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দীন, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক অজিৎ ভট্রাচার্য্য, কোলা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দ্দারসহ তাঁর সহকর্মী এবং স্বজনেরা দেখার জন্য ছুটে আসেন। দুপুরে তাঁর গ্রামের বাড়ি বাদুরগাছা গ্রামের শ্বশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিজয় বিশ্বাস একজন শিক্ষানুরাগী মানুষ ছিলেন। তাঁর স্ত্রী অর্চনা রানী বিশ্বাস আড়পাড়া শিবনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বড় মেয়ে চন্দ্র লেখা বিশ্বাস ঢাকা আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসক ও ছোট মেয়ে দ্বিপান্বিতা তিথি মেডিকেলের ছাত্রী।