প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুজিবর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবর রহমান কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় মুজিবর রহমান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ রাস্তার ওপর উঠে পড়লে এ দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।