প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে মৌচিক সমবায় সমিতি লিমিটেড, ডায়াবিটিক সমিতি ও পৌর মহিলা সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে জনসচেতনতার জন্য মাস্ক বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেইন বাসটার্মিনালে পথচারীদের মথ্যে এ মাস্ক বিতরণ করা হয়। মৌচিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং শ্রমিক ফেডারেশনের আইন ও দর-কষাকষিবিষয়ক সম্পাদক গোলাম রসুল প্রমুখ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।