প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চিত্রা নদীতে পড়ে হুসাইন (২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু হুসাইন নিশ্চিন্তপুর এলাকার নাহিদ হোসেনের ছেলে। শিশুটির বাবা নাহিদ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশেই খেলা করছিল শিশু হুসাইন। খেলা করতে করতে হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ির পাশে চিত্রা নদীর পানিতে হুসাইনের মরদেহ ভেসে ওঠে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।