প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ অর্থবছরে কালীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত গতকাল বৃহস্পতিবার উপকরণ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আতিকুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান রেজা। এ বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত কৃষকসহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।