কালিদাসপুর ইউপি চেয়ারম্যানের শয্যাপাশে হুইপ ছেলুন এমপি
- আপলোড টাইম : ০৯:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৭১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত নুরুল ইসলামকে দেখতে গেলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এদিকে গতকাল শনিবার বিকেলে নুরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী আক্তার গংয়ের শাস্তির দাবীতে কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এরশাদ আলীর উপস্থাপনায় সাদাব্রীজ মোড়ে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শামীম, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মিজানুর রহমান জমির প্রমূখ।
এদিকে, শনিবার বিকেলে আলমডাঙ্গার একটি ক্লিনিকে চিকিৎসাধীন নুরুল ইসলামকে তিনি দেখতে যান হুইপ মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ^াসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আহত নুরুল ইসলামের শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করে তার শারিরিক খোঁজখবর নেন হুইপ মহোদয়।