ইপেপার । আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

কালিদাসপুরে বাঁশ কেটে নেওয়া ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার কালিদাসপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাগানের বাঁশ কেটে নেওয়া ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালিদাসপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, উপজেলার কালিদাসপুরে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দারের সাথে একই এলাকার তাজ উদ্দীন গংয়ের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। কালিদাসপুর উত্তর পাড়ার (আরএস) খতিয়ানের ৫৩৪ রেকর্ডভুক্ত জমিতে এজমালিতে আপস ছাহাম মতে ১২২২ দাগে ৪৩ শতক জমি রয়েছে। ওই জমিতে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার বাঁশ গাছ লাগিয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছে। ওই রেকর্ড হওয়া জমি জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা করছে তাজ উদ্দীন গং। এ ঘটনায় চুয়াডাঙ্গার আদালতে পিটিশন মামলাও চলমান রয়েছে। যাহার নং- ৫৬০/২০২৪।

ওই জমিতে তাজ উদ্দীন গং বিভিন্ন সময় জমি দখল করার চেষ্টা চালানোর কারণে কোর্ট দু,পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার জন্য ১৪৫ ধারা জারি করেন। কোর্ট এ জারির আদেশ আলমডাঙ্গা থানা-পুলিশকে দিলে গত ২৫ শে জুলাই পুলিশ শফিউর রহমান জোয়ার্দ্দার ও তাজ উদ্দীন গংকে নোটিশের মাধ্যমে তাদের স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দারের অনুপস্থিতিতে ওই জমিতে প্রবেশ করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাঁশ কেটে বিক্রি করে দেয়। এছাড়া তারা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনাটি শফিউর রহমান গং জানতে পারলে আলমডাঙ্গা থানা-পুলিশকে মোবাইলের মাধ্যমে অবগত করেন। তবে, পুলিশ ওই বাঁশ গাছ কেটে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া কোর্টের আদেশ অমান্য করে বাঁশ গাছ কাটায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার গং।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালিদাসপুরে বাঁশ কেটে নেওয়া ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

আপলোড টাইম : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

আলমডাঙ্গার কালিদাসপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাগানের বাঁশ কেটে নেওয়া ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কালিদাসপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, উপজেলার কালিদাসপুরে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দারের সাথে একই এলাকার তাজ উদ্দীন গংয়ের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। কালিদাসপুর উত্তর পাড়ার (আরএস) খতিয়ানের ৫৩৪ রেকর্ডভুক্ত জমিতে এজমালিতে আপস ছাহাম মতে ১২২২ দাগে ৪৩ শতক জমি রয়েছে। ওই জমিতে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার বাঁশ গাছ লাগিয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছে। ওই রেকর্ড হওয়া জমি জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা করছে তাজ উদ্দীন গং। এ ঘটনায় চুয়াডাঙ্গার আদালতে পিটিশন মামলাও চলমান রয়েছে। যাহার নং- ৫৬০/২০২৪।

ওই জমিতে তাজ উদ্দীন গং বিভিন্ন সময় জমি দখল করার চেষ্টা চালানোর কারণে কোর্ট দু,পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার জন্য ১৪৫ ধারা জারি করেন। কোর্ট এ জারির আদেশ আলমডাঙ্গা থানা-পুলিশকে দিলে গত ২৫ শে জুলাই পুলিশ শফিউর রহমান জোয়ার্দ্দার ও তাজ উদ্দীন গংকে নোটিশের মাধ্যমে তাদের স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দারের অনুপস্থিতিতে ওই জমিতে প্রবেশ করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাঁশ কেটে বিক্রি করে দেয়। এছাড়া তারা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনাটি শফিউর রহমান গং জানতে পারলে আলমডাঙ্গা থানা-পুলিশকে মোবাইলের মাধ্যমে অবগত করেন। তবে, পুলিশ ওই বাঁশ গাছ কেটে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া কোর্টের আদেশ অমান্য করে বাঁশ গাছ কাটায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার গং।