খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের আগে অনুমিতভাবে এগিয়ে ছিলেন কাজী সালাউদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিলেন বাদল রায়। কিন্তু তার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার পর চিত্রনাট্যে খানিকটা পরিবর্তন। নির্বাচনের মাঠে সভাপতি পদে সালাউদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছিলেন সাবেক ফুটবলার ও কোচ সফিকুল ইসলাম মানিক। তিনি বেশ জোর প্রচারণাও চালিয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফল দেখে বিস্মিত অনেকে। সর্বোচ্চ ৯৪ ভোট পেয়ে সভাপতি পদে জিতেছেন সালাউদ্দিন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র এক ভোট। তার মানে, তিনি তার নিজের ভোটটিই পেয়েছেন! আর যিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ব্যালটে নাম থাকায় সেই বাদল রায়ও পেলেন ৪০ ভোট। সেখানে মানিকের এমন ভরাডুবিতে বিস্ময়ের জন্ম দিয়েছে ফুটবল পাড়ায়। বহুল প্রতীক্ষিত বাফুফের নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরো দুজন।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত