প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত দুই মুদি দোকান মালিককে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বাজারের মুদি ব্যবসায়ী রোকন স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৩ হাজার টাকা এবং একই আইনে মুদি ব্যবসায়ী হাফিজুর স্টোরকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুদি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে নষ্ট করে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল আলম, এএসআই গনপতিসহ পুলিশ সদস্যরা।