কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে গাজাঁসহ আইনাল আটক

কার্পাসডাঙ্গা অফিস : কার্পাসডাঙ্গা ফাড়িঁ  পুলিশের হাতে ২৫ পুরিয়া গাজাঁসহ আইনাল নামের একজনকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার বেলা ১ টার দিকে গোপন সংবাদের কার্পাসডাঙ্গা ফাড়িঁ পুলিশের এএসআই মুহিত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ানের পিরপরকুল্লা গ্রামের নুর কামড়ীর ছেলে আইনালের বাড়িতে। এময় পুলিশ ২৫ পুরিয়া গাজাঁসহ আইনালকে গ্রেফতার করে। গতকালই দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে সোর্পদ  করেছে বলে পুলিশ সুএে জানাগেছে।