কার্পাসডাঙ্গা-পীরপুরকুল¬া সড়কে নুড়িতলা বটতলায় ছিনতায়ের প্রস্তুতি পুলিশের উপস্থিতিতে ছিনতায়কারীদের পলায়ন

wefrকার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-পীরপুরকুল¬া সড়কের কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গার মাঝামাঝি নুড়িতলা বটতলা নামক স্থানে ছিনতায়কারীরা ছিনতায়ের প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। জানা গেছে কার্পাসডাঙ্গা এলাকায় কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়ক, কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা সড়ক ছিনতাইকারীদের জন্য টার্গেট হওয়ায় কার্পাসডাঙ্গা এলাকার সকল রাস্তার পাশাপাশি এ সড়ক দুটিতে পুলিশি টহলসহ পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে কার্পাসডাঙ্গা-আরামডাঙ্গা সড়কের মাঝামাঝি নুড়িবটতলা নামক স্থানে একদল ছিনতাইকারী ছিনতায়ের উদ্দেশ্য পীরপুরকুল¬ার কয়েকজন পথচারীর গতিরোধ করে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউল হক টহলরত অবস্থায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ছিনতায়কারীর দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। এ ব্যাপারে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হক জানান আমাদের উপস্থিতি টের পেয়ে ছিনতায়কারীরা পালিয়ে যায়। কারো কাছে কোন কিছু ছিনতাই করতে পারেনি। আমাদের হাতে ছিনতাইকারীদের একটা তালিকা পেয়েছি। তাঁর ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাই কারীসহ অপরাধীদের চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। তাছাড়া আতঙ্কিত হবার কারন নেই আমাদের সার্বক্ষনিক পুলিশি টহলসহ অপরাধীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।