কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কানাইডাঙ্গা সড়ক থেকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউল হকসহ সঙ্গীয় টহল পুলিশ নিয়ে একটি গরুসহ দুই চোরকে আটক করে। জানা গেছে গত রবিবার রাত আনুমানিক ১১টার দিকে কার্পাসডাঙ্গা-কানাইডাঙ্গা সড়কে টহলরত অবস্থায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউল হক নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের মিনারুলের ছেলে রাজু (২৩) ও হাজরা খাঁর ছেলে নাসিরুলকে চোরাই গরুসহ আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে জানা যায় গরু মালিক একই গ্রামের সমসেরের ছেলে ছইরুদ্দিনের। পরে গতকাল সোমবার গরুর মালিককে তার গরু ফেরতসহ রাজু ও নাসিরকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি জিয়াউল হক।