
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসার অডিটরিয়ামে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে নবীনবরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুর রহমান মুকুল। অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। সভায় প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে দিকনির্দেশনামূলক বিভিন্ন আলোচনা করেন। এসময় মাদ্রাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।