কার্পাসডাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান সামসুজ্জোহার ইন্তেকাল

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সীমান্তবর্তী কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুজ্জোহা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম। গতকাল বিকেল পাঁচটায় কুতুবপুর মাদ্রাসা কবরস্থান ময়দানে নিহতের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে একই কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।