প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সাংবাদিক মাহবুবুর রহমান মনির মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার যোহর নামাজের পর কার্পাসডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটির পরিচালনা ও বিশেষ মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, সদস্য রফিকুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, হাফেজ মাওলানা ওমর ফারুক, ডা. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, জহুরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। উল্লেখ্য, ২০২০ সালের ২২ নভেম্বর বার্ধক্যজনিত কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।