
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাগান পাড়ায় অবৈধ ভাবে প্রাচীর নির্মান করে সাধারন মানুষের রাস্তা বন্ধ করে জন দূর্ভোগের সৃষ্টি হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রঞ্জিত কুমার বিশ্বাস, কুড়–লগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কাশেম, এস আই আব্দুল বাকী, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।