প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দর্শনা-মুজিবনগর-মেহেরপুর রেলওয়ে প্রকল্পের আর্থ সামাজিক ও পরিবেশ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রকল্প পরামর্শদাতা এসিই কনসালটেন্ট লিমিটেড এর আয়োজনে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট।
এসময় আরও বক্তব্য দেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, সামাজিক সুরক্ষা ও পরিবেশ বিশেষজ্ঞ নাজিম উদ্দিন, জ্যেষ্ঠ সামাজিক ও পুনর্বাসন বিশেষজ্ঞ সমর প্রসাদ দাস।
মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা মিয়াজান আলি, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল, যুবলীগ নেতা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমূখ।
