প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স হারুন স্টোরে বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় প্রতিষ্ঠানটির মালিক রবিউল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একই বাজার নকল মেসার্স জিপি গ্লুকোজ কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক তরিকুল ইসলামকে ১১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এবং চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপত্তা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা মিলন মিয়া, নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
