কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে জরিমানা

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দুই ওষুধ ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। এ সময় কার্পাসডাঙ্গা বাজারে বিশ্বাস ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১, ৫২ ধারায় ৪ হাজার টাকা এবং এমদাদুল হক ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১, ৫২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার মো. জিহন আলী, উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান মো. খায়রুল কবির দিনার ও পুলিশ সদস্যবৃন্দ।