কার্পাসডাঙ্গায় ভুয়া বিজিবির হাবিলদার সেজে মেম্বরদের কাছে বিকাশে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পরিষদের নবনির্বাচিত বেশ কয়েকজন মেম্বরের কাছে গত কয়েকদিন পুর্বে হুদাপাড়া বিজিবির হাবিলদার হামিদ পরিচয়ে ০১৭১৪২২৯৯৪১ নম্বর থেকে কল দিয়ে প্রতারনার ফাঁদ পাতে প্রতারকচক্র। প্রতারকচক্রটি মোবাইলফোনে মেম্বরদের সাথে আলাপচারিতায় কয়েকদিন আগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তাদের দেওয়া বক্তব্য নিয়ে আলোচনা করে। এতে মেম্বররা প্রতারককে বিশ্বাস করে তার নাম্বারটি মোবাইলে সংরক্ষন করে রাখে। গত বুধবার ওই প্রতারকচক্র আবারো মেম্বরদের সেলফোনে কল দিয়ে বলেন ভাই আমি নোয়াখালী এসেছি, এখানে এসে মলম পার্টির খপ্পরে সব হারিয়েছি। আপনি ০১৭১৭০৩৮২৭৩ নাম্বারে ২ হাজার টাকা বিকাশ করেন। বিপদের কথা শুনে হুদাপাড়ার ভগু মেম্বর ২ হাজার ও কার্পাসডাঙ্গার হাকিম মেম্বর ওই নম্বরে ৩ হাজার ৬০ টাকা পৃথকভাবে বিকাশ করেন। তবে কুতুবপুরের মনির মেম্বর আগে থেকে সচেতন হয়ে থাকায় প্রতারকের খপ্পর থেকে রেহাই পান। এ ব্যাপারে প্রতারিত মেম্বররা বলেন, এরা নিশ্চয় এলাকার প্রতারক, নইলে আমাদের বক্তব্য জানবে কেমন করে। জনপ্রতিনিধিদের ধোকা দিয়ে টাকা হাতানোর বিষয়টি হতবাক করেছে সচেতন মহল কে। প্রতারকদের বিভিন্ন প্রতারনার বিষয়টি প্রতিনিয়ত পত্র পত্রিকায় প্রকাশিত হলেও সচেতন হচ্ছেনা কেউ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় জিডির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এ প্রতারককে ধরতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল। যাতে করে ভবিষ্যতে আর কেউ প্রতারিত না হয়।