প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকজুটি আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উভয় আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের জুলু হকের ছেলে পশুচিকিৎসক একলাস উদ্দীনের (২৬) সাথে একই গ্রামের নবম শ্রেণির ছাত্রী (১৬) প্রাইভেট পড়ানোর সুবাদে বছর খানেক আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মেয়ে পক্ষ একলাসের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় গতকাল সকালে তারা দুজনেই ঘুমের ওষুধ সেবন করে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে উভয়কে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
একলাছের মা বলেন, ‘আমার ছেলে ওই মেয়ের সাথে সম্পর্ক করেছে, তাদের ভালো-মন্দ তারা বুঝে করেছে। এদের বিয়েতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু মেয়ের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে।’ এদিকে, বর্তমানে উভয় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, উভয়ের চিকিৎসাধীন রয়েছে, তারা এখন আশঙ্কামুক্ত।