শিরোনাম:
কার্পাসডাঙ্গায় পূর্ব শত্র“তার জেরে নগ্ন হামলা আহত ১
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০২:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬
- / ৪৪৫ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লীতে জমিজমা সংক্রান্ত পুর্ব শত্র“তার জের ধরে দিনে দুপুরে মেহের কাটানীর ছেলে রবিন কাটানীর উপর সন্তোষ মণ্ডলের ছেলে বাবু বুদোন, পার্থ, প্রদীপ, সুরান, জীবন, তুষার, মধু বিশ্বাস, রুবেল, জনক মল্লিক, সুপেয়াদা, লিটন নগ্ন হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে রবিন কাটানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদের বিরুদ্ধে দামুড়হদা মডেল থানায় লিখিত অভিযোগ হয়েছে বলে জানিয়েছে রবিন কাটানীর বোন। বর্তমানে রবিনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ট্যাগ :