প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পিকনিকের নৌকায় ইট নিক্ষেপে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- দামুড়হুদার কোমরপুরের আ. ছালামের ছেলে আবু সাঈদ (২০) ও জয়নাল শেখের ছেলে ফরিদ হোসেন (২৭)। গতকার রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোমরপুর গ্রাম থেকে প্রায় ৫০ জন যুবক নদীপথে নৌকাযোগে পিকনিকে গিয়েছিলেন মেহেরপুরেরর যাদুখালী নামক স্থানে। পিকনিকের আনুষ্ঠানিকতা শেষ করে ফেরার পথে দামুড়হুদা সদর ইউনিয়নের উত্তর চাঁদপুরে পৌঁছালে অতর্কিতভাবে কে বা কারা ইট ছুড়তে থাকে। এদের ছোড়া ইট এসে আবু সাঈদের কপালে লাগলে তিনি মারাত্মক আহত হন। তাঁর কপালে তিনটি সেলাই পড়েছে। আরেক ইট ফরিদের বুকে লাগে। বিষয়টি নিয়ে এদের ভেতর চাঁপা উত্তেজনা বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।