প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে দুই কোটি টাকা ব্যয়ে পাইপ লাইনে বিশুদ্ধ পানি সরবরাহ মাটি পরীক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে প্রকল্পের মাটি পরীক্ষণ কাজের উদ্বোধন করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এছাড়াও প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ কাঠা জমি দান করেন ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, অফিস সহায়ক আনিছুর রহমান, মেকানিক আবু সাইদ, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন, শিক্ষক মনিরুল ইসলাম, শিবনগর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত