প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুরে দুই সন্তানের জননীকে মোবাইল ফোনে আপত্তিকর কথা বলায় বিরক্তকারীকে বাটামপেটা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে।
জানা গেছে, কোমরপুর গ্রামের পশ্চিমপাড়ার আয়ুব আলী খাবলীর ছেলে সাদ্দাম হোসেনের স্ত্রীকে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে আপত্তিকর কথাসহ বিরক্ত করে আসছিলেন একই পাড়ার মঈনুদ্দীন মোল্লার ছেলে মুনসুর আলী (২৫)। এরই জের ধরে গতকাল সকালে লেবারের কাজে যাবার সময় ডা. রবিউল হকের বাড়ির কাছে পৌঁছালে আযুব আলী খাবলীর ছেলে সাদ্দাম হোসেন, সাদ আক্কাছ ও ফকির মোহাম্মদ খাবলীর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে বাটামপেটা করলে মুনসুর আলী মারাত্মক আহত হয়। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ৬টি সেলাই পড়েছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।