প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (বিএ) মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র সিফাতের (১৪) মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সিফাত কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম কওমি বালিকা মাদ্রাসার শিক্ষক আব্দুল মমিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টর দিকে বন্ধুদের সাথে ভৈরব নদে গোসল করে বাড়ি ফিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সিফাত। তখন পরিবারের লোকজন সিফাতের মাথায় পানি ঢালতে থাকে। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ছাত্র সিফাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুর রহমান মুকুল ও অধ্যক্ষ জুলফিক্কার আলী।