প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কার্পাসডাঙ্গা গ্রামের পূূর্বপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে গোলাম রসুল ও তাঁর ছেলে বগা নিজ জমিতে বেড়া দিতে গেলে পাশের বাড়ির ছলে ও তাঁর ছেলে হাসান এবং ইব্রা বেড়া দিতে বাধা দেয়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ছলে ও বগা আহত হন। পরিবারের লোকজন ছলেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই মেসবাহুর রহমান গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।