প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজুর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আকরিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ. লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সিরাজুল ইসলাম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ. লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, আ. লীগ নেতা আশাদুল হক, ফয়সাল খান, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি, ইঞ্জি. তছিম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ ভগু প্রমুখ।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত