কার্পাসডাঙ্গায় গণসংযোগ ও পথধসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
- আপলোড টাইম : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৩১৬ বার পড়া হয়েছে
সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীনের সভাপতিত্বে নজরুল মল্লিক তাঁর বক্তব্যে বলেন- নিয়ে আমি তৃণমূলের নেতাকর্মিদের নিয়ে জনগনের দোরগোড়ায় পৌছিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছি। সকলের মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আ.লীগের নেতাকর্মিদের এককাতারে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আপ্রান চেষ্টা করে যাচ্ছি। আবারো নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। আগামীদিনেও আবারো শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে জিতিয়ে আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জীবননগর উপজেলা আ.লীগ নেতা জাকির হোসেন, মীর্জা হাকিবুর রহমান লিটন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড.আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা.ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বদ্দী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মাষ্টার, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, দর্শনা আ.লীগ নেতা হুকুম আলী, মুক্ত, নাটুদাহ ইউনিয়ন আ.লীগ নেতা ইয়াসনবী তরফদার, আশাদুল হক, কুদ্দস মেম্বর, আ.সালাম, মান্নান, কামরুল, আমজাদ মেম্বর, তোরাব, রফিকুল, রমজান, হাবিবুর, জাহিদুল, হামিদুল, সীমান্ত ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আমিনুল ইসলাম, যুবলীগ নেতা হযরত, নাটুদাহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশারফ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগ আহবায়ক সহিদুল মালিথা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।