
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা ইউপি পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান, এএস আই মসলেম উদ্দীন, মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শাহাদাৎ হোসেন, হুদাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার তৌহিদ হোসেন। আলোচনা সভার সভাপতি আব্দুল করিম বিশ্বাস কার্পাসডাঙ্গার আইনশৃঙ্খলা ও চোরাচালান বিষয়ে বিষদ আলোচনা করেন।