প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, মুন্সিপুর বিওপি ক্যাম্প কমান্ডার নওসের আলী, হুদাপাড়া ক্যাম্প কমান্ডার ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা হাদিকাতুল দাখিল বালিকা মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিন, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এএসআই মোসলেম উদ্দীন, ইউপি সচিব মহিউদ্দীন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জনসাধারণকে অবহিত করা ও এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখা নিয়ে আলোচনা করা হয়।
