কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুন পাড়ার আমির হোসেনের ছেলে আজ দীর্ঘ ১৬দিন ধরে নিখোঁজ রয়েছে। তাঁর ভাগ্য কি ঘটেছে তা জানে না তাঁর অসুস্থ বাবাসহ পরিবারের সদস্যরা। ছেলেকে ফিরে পেতে বিষয়টি তদন্ত পূর্বক চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে। দীর্ঘ ১৬দিনেও শরিফুলের কোন খোঁজ না পাওয়ায় পরিবারে চলছে শোকের মাতম। ছেলের কোন সন্ধান না পেয়ে বিছানাগত হয়ে পড়েছে আমির।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।