প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের পরিচিত মুখ লোকমান হলসোনা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে নামাজের জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।