চুয়াডাঙ্গা শনিবার , ৪ মার্চ ২০২৩

কার্পাসডাঙ্গায় ৬ষ্ঠ স্কাউটস সমাবেশের সমাপনী

নিউজ রুমঃ
মার্চ ৪, ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাধ্যমিক পর্যায়ে দুই দিনব্যাপী ৬ষ্ঠ স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিক মাধ্যমিক শিক্ষা অফিসার রাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

প্রধান অতিথি বলেন, ‘স্কাউট একটি সামাজিক আন্দোলন। স্কাউট করে জীবনকে গড়লে নিয়মানুবর্তিতা, শিক্ষা-দীক্ষায় নিজেকে গণমুখী হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। সীমাবদ্ধতার মধ্যে থেকেও প্রতিকূল অবস্থায় নিজেকে সামলিয়ে মানুষকে সেবা দেওয়ার শিক্ষাই স্কাউট।’ এসময় তিনি প্রতিটি স্কাউট দলের ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার জীবনাদর্শ মেনে চলার পরামর্শ দেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউট টিম লিডারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মাধ্যমিক পর্যায়ের এ স্কাউট সমাবেশে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা স্কাউট দলের সাধারণ সম্পাদক আকবর আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।